• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আম কুড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল ফায়েমা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মে ২০, ২০১৯, ০৭:২৩ পিএম
আম কুড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল ফায়েমা

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: “ঝড়ের দিনে মামার বাড়ী আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ” পল্লিকবি জসীম উদ্দিন চমৎকার করে ফুটিয়ে তুলেছেন আম কুড়ানোর গল্প তার লেখার মাঝে। প্রাইমারী স্কুলে কে না পড়ছে এ কবিতাটি। আম কুড়ানো শৈশবের এক মজার স্মৃতি। সেই আম কুড়াতে গিয়েই লাশ হয়ে ফিরল ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী। সোমবার বিকালে  চাঁপাইনবাবগঞ্জের এ ঘটনা ঘটে।

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত ছাত্রী হলো নাচোল উপজেলার কসবা ইউপির এলাইপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফায়েমা খাতুন (১৩)।

নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ঝড় বৃষ্টি শুরু হলে ফায়েমা বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে যায়। হঠাৎ বজ্রপাতে ফায়েমা আম বাগানেই নিহত হয়।

ফায়েমা বদ্ধাইচন্ডীপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলো।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!