• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ইউসিবি এএমএল মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২, ২০২০, ০৭:০০ পিএম
ইউসিবি এএমএল মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

ফাইল ছবি

ঢাকা: বে-মেয়াদি ইউসিবি এএমএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বুধবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত কমিশনের ৭৫১তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

কমিশন সূত্রে জানা যায়, মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ইউসিবি ম্যানেজমেন্ট লিমিটেড ২ কোটি টাকা প্রদান করবে এবং বাকি ১৮ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের উম্মুক্ত থাকবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ কর হয়েছে।

আরও জানা যায়, ফান্ডের সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করবে যথাক্রমে ইউসিবি ম্যানেজমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্রাক ব্যাংক লিমিটেড।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!