• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ডেল্টা লাইফে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বিএসইসি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৮:১৪ পিএম
ডেল্টা লাইফে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বিএসইসি

ফাইল ছবি

ঢাকা : ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান দু’পক্ষের দুই রকম বক্তব্য মনে হয়েছে। এ জন্য সঠিক তথ্য বের করে আনতে বিশেষ নিরীক্ষক নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিএসইসির মাল্টিপারপার হলে দুবাইয়ে রোড শো পরবর্তী সংবাদ সম্মেলনে বিএসইসির চেয়ারম্যান এ তথ্য জানান।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম জানান, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্তৃপক্ষ ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ)  চেয়ারম্যান দু’পক্ষই আমাদের কাছে এসেছে। তাদের দুপক্ষের বক্তব্য দু’রকম হওয়া কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করতে বিশেষ নিরীক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিটির আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষা করার জন্য দেশের অন্যতম চার্টার্ট অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠান ম্যাবস এন্ড জে পার্টনার্সকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/এসএ/এমএএইচ

Wordbridge School
Link copied!