• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দরপতনের দিনেও বেক্সিমকোর ৮৪ কোটি টাকার লেনদেন


নিজস্ব প্রতিবেদক মার্চ ২১, ২০২১, ০৫:১৩ পিএম
দরপতনের দিনেও বেক্সিমকোর ৮৪ কোটি টাকার লেনদেন

ঢাকা : সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

রোববার (২১ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটি ৬ হাজার ৯৬০ বারে ১ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৪৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৪ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকা। 

দ্বিতীয় স্থানে উঠে আসা রবি আজিয়াটা ৭ হাজার ৮৯৮ বারে ৭৮ লাখ ৪৫ হাজার ৬৭৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা।

তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড ২ হাজার ৩০০ বারে ১৬ লাখ ৮৩১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা।   

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বাংলাদেশ, রহিমা ফুড, সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও ওয়ালটন লিমিটেড।

সোনালীনিউজ/আরএইচ    

Wordbridge School
Link copied!