• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পুঁজিবাজারে সাপোর্ট দিতে ৫ হাজার কোটি টাকা চেয়েছে আইসিবি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৫, ২০২৩, ০৪:৪৬ পিএম
পুঁজিবাজারে সাপোর্ট দিতে ৫ হাজার কোটি টাকা চেয়েছে আইসিবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে চলছে ধারাবাহিক পতন। এতে বাজারের প্রতি অনাস্থা দেখা দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। তবে বাজার মন্দায় টার্ন নেওয়ায় কিছু বড় বিনিয়োগকারী নিজেদের ফান্ড গুছিয়ে সাইড লাইনে অবস্থান করছে। আবার কিছু বিনিয়োগকারী ফ্লোরে আটকে থেকে গত এক বছর ধরে অস্থিরতায় ভুগছে। এমন অস্থির বাজারে ফ্লোর প্রাইসের কারণে লেনদেন কমে গেছে।এমন পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টম্যান্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) শেয়ারবাজারকে সাপোর্ট দেওয়ার লক্ষ্যে, এই মার্কেটকে স্ট্যাবল করার জন্য এবং বিনিয়োগকারিদের পুঁজি সুরক্ষার জন্য সরকারের কাছে ৫ হাজার কোটি টাকার তহবিল চেয়েছে প্রতিষ্ঠানটি। 

এটা স্বল্প সুদে ঋণ হিসেবে চাওয়া হয়েছে। এই ঋণ পেলে আইসিবির প্রাইভেট ব্যাংকের ঋণের সুদ পরিশোধের যে চাপ রয়েছে তা কিছুটা পরিশোধ করা যাবে। আবার নতুন করে শেয়ারবাজারে বিনিয়োগও করা যাবে।

আইসিবির ডিএমডি আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান বলেন, আইসিবি থেকে সরকারের কাছে ৫ হাজার কোটি টাকার ঋণের আবেদন করা হয়েছে। আবেদনটি সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে। এখন বিষয়টা মন্ত্রণালয়ের হাতে রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করছি শেয়ারবাজারের স্বার্থে খুব দ্রুত সময়ে ঋণটি পাওয়া যাবে।

বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, শেয়ারবাজারকে সার্পোট দেওয়ার লক্ষ্যে যেহেতু এই ফান্ড চাওয়া হয়েছে, তা বাজারের জন্য খুবই ভালো হবে। সরকার আইসিবিকে ফান্ডটি দিলে আমরাও খুশি। তবে যেহেতু ফান্ডটির সাইজ অনেক বড়, তাই একটু দেরি হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা বিএসইসি থেকে ফান্ডটি দেওয়ার জন্যও বলেছি। কিন্তু কিছুটা দেরি হচ্ছে। আমরা আবারও বিষয়টি নিয়ে বলবো। এর আগেও সরকার শেয়ারবাজারকে সাপোর্ট দেওয়ার লক্ষ্যে ফান্ড দিয়েছিল,আশা করছি এবারও দিবে।

সোনালীনিউজ/এএইচ/আইএ

Wordbridge School
Link copied!