• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রেনেটার ৩৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার অনুমোদন


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৪, ২০২৪, ০৫:৩১ পিএম
রেনেটার ৩৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা লিমিটেডের ৩৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০৩তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশন সভা শেষে বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রেনেটা লিমিটেডের ৩৫০ কোটি টাকা মূল্যের রিডামবল, কিউমুলেটিভ, নন-কনভার্টেবল অ্যান্ড নন-পার্টিসিপেটিভ প্রিফারেন্স শেয়ারের প্রস্তাব অনুমোদন করেছে। যার মেয়াদ ৫ বছর এবং বাৎসরিক লভ্যাংশ হারের রেঞ্জ ৯-১০ শতাংশ।

কোম্পানিটি প্রাইভেট অফারের মাধ্যমে উক্ত প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে। 

উল্লেখ, এই প্রিফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানির বিদ্যমান ঋণের আংশিক পরিশোধ করবে।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!