• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

১০০ বিলিয়ন ডলার রপ্তানি করার প্রত্যাশা বিজিএমইএ‍‍`র


নিজস্ব প্রতিবেদক মে ৪, ২০২৪, ০৪:১৪ পিএম
১০০ বিলিয়ন ডলার রপ্তানি করার প্রত্যাশা বিজিএমইএ‍‍`র

ঢাকা: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ৪৭ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে। আগামী ২০৩০ সালে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি করার প্রত্যাশার কথা জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান।

শনিবার (০৪ মে) টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সুন্দরভাবে করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অর্থনীতির গতি বাড়াতে তিনি কাজ করে যাচ্ছেন। তার এই কাজে আমরা সহযোগী হয়ে কাজ করে যাবে। যাতে দেশের অর্থনীতি চাঙা করতে ভূমিকা রাখতে পারি।

এস এম মান্নান বলেন, বিজিএমইএ'র নতুন পরিচালনা বোর্ডের সদস্যদের নিয়ে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা এই মহা নায়ককে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। 

জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডিজাইন টেক্সের এমডি খন্দকার রফিকুল ইসলাম। সহসভাপতি নির্বাচিত হয়েছেন তুসুকা ফ্যাশনসের চেয়ারম্যান আরশাদ জামাল, সাদমা ফ্যাশনওয়্যারের এমডি মো. নাছির উদ্দিন, বিটপি গ্রুপের এমডি মিরান আলী, টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব এবং এইচকেসি অ্যাপারেলসের এমডি রকিবুল আলম চৌধুরীসহ অন্যান্য পরিচালক ও সংশ্লিষ্ট অনেকে।

এআর

Wordbridge School
Link copied!