দেশের স্বর্ণবাজারে আবারও তৈরি হয়েছে নতুন রেকর্ড। আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি ও স্থানীয় পর্যায়ে চাহিদা বৃদ্ধির প্রভাবে বাংলাদেশে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দামের ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে সোনার দাম। বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন হিসাব অনুযায়ী, ২২ ক্যারেট সোনার এক ভরি বিক্রি হবে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ মূল্য। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ১ টাকা, আর সনাতন পদ্ধতির সোনা পাওয়া যাবে ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকায়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় আনা হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা ও সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকছেন নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি স্বর্ণের দাম ৪ হাজার ১৪০ ডলার ছাড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অর্থনীতি এখন অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। ডলারের দামের অস্থিরতা, যুদ্ধ ও মুদ্রাস্ফীতির চাপ বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে আরও আগ্রহী করছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও।
একজন জুয়েলারি ব্যবসায়ী জানান, “আন্তর্জাতিক দামের ওঠানামা এখন প্রায় সঙ্গে সঙ্গেই স্থানীয় বাজারে প্রতিফলিত হচ্ছে। এতে ক্রেতারা কিছুটা সংকটে পড়ছেন, তবে বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আগের চেয়ে অনেক বেড়েছে।”
সব মিলিয়ে দেশের স্বর্ণবাজারে আবারও তৈরি হলো নতুন ইতিহাস — এক ভরি সোনার দাম প্রথমবারের মতো ছাড়াল দুই লাখ ষোলো হাজার টাকার ঘর।
এম







































