• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষকদের বেতন নিয়ে আদেশ জারি


সোনালীনিউজ ডেস্ক মার্চ ৩০, ২০২০, ১০:২২ এএম
প্রাথমিক শিক্ষকদের বেতন নিয়ে আদেশ জারি

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে প্রাক্-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এই ছুটির মেয়াদ আগামী রমজানের ছুটি পর্যন্ত বাড়ানোর চিন্তাভাবনা থাকলেও আপাতত ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরে নতুন করে করণীয় ঠিক করা হবে।

করোন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ঘোষিত সাধারণ ছুটির কারণ শিক্ষকদের বেতন প্রদানে কোনো বিলম্ব হবে কিনা এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, ‘শিক্ষকদের বেতন প্রদানে কোনো বিলম্ব হবে না। সাধারণ ছুটি ঘোষণার আগেরদিনই আমরা শিক্ষকদের বেতন যার যার অ্যাকাউন্টে পাঠানোর আদেশ জারি করেছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের বেতনের অর্থ ছাড় করা হয়েছে। আগের মতোই নির্দিষ্ট সময়ে তাদের অ্যাকাউন্টে বেতন জমা হবে। এ বিষয়ে শঙ্কার কিছু নেই।’

উল্লেখ্য, সাধারণত প্রতি মাসের ৩ থেকে ৪ তারিখের মধ্যেই বেতন পান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!