• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে ‘মহব্বত’ 


বিনোদন ডেস্ক এপ্রিল ১০, ২০২১, ০৭:৩৪ পিএম
প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে ‘মহব্বত’ 

ঢাকা: ভিন্ন ধারার গল্প নিয়ে ইউটিউবে মুক্তি পেয়েছে নিশো-মেহজাবীনের নতুন নাটক ‘মহব্বত’। নাটকে মূলত দুটি বিপরীত স্রোতের চরিত্রকে এক করেছেন নির্মাতা রুবেল হাসান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি প্রযোজনা করেছে সিএমভি।

নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রচারিত হওয়ার প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে। 

মফস্বল শহরের বখাটে যুবক আফরান নিশো। সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা মারাই যার মূল কাজ। একই শহরের বিপরীত ঘরানার মেয়ে মেহজাবীন চৌধুরী। যার দুটো চোখ ছাড়া সবই পর্দায় ঢাকা থাকে। হাজি সাহেবের যোগ্য মেয়ে হিসেবে সবাই প্রশংসা করে তার। একদিন নিশোর বন্ধুরা মেহজাবীনদের বাড়ির সব কবুতর চুরি করে। এরপরই ঘটনা মোড় নিয়ে নাটকীয়তায়। 

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘গ্রামে বা মফস্বল শহরে এমন অসংখ্য চরিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এসব চরিত্র নিয়ে নেতিবাচক গল্পই বেশি শুনি। তবে এই নাটকের মাধ্যমে বিশেষ একটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। এতে যেমন ভিন্ন একটি গল্প আছে তেমনি দারুণ একটি বার্তাও আছে দর্শকদের জন্য।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!