• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর মামলা


বিনোদন ডেস্ক জুন ১, ২০২১, ০২:৩৫ পিএম
নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর মামলা

ফাইল ফটো

ঢাকা: এবার নবীন কণ্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে মামলা করলেন সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।

সোমবার (৩১ মে) ঢাকা সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তিনি। ইথুন বাবুর আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহাম্মদ মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

গত ১৪ মে নোবেলের ভেরিফাইড ফেসবুক পেজে ইথুন বাবুকে বাজে মন্তব্য করে পোস্ট করা হয়। সেখানে ইথুন বাবুকে উদ্দেশ করে লেখা হয়, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে।’

এই বিষয়টিসহ আরও নানা অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে জানান তিনি। আসছে বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।

এ বিষয়ে ইথুন বাবু বলেন, ‘আমিসহ আরও অনেকের নাম উল্লেখ করেই সে বাজে মন্তব্য করেছে। সংগীতাঙ্গনকে ধ্বংস করতে আসছে সে। তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। সে তো ক্যাডার।’

ইথুন বাবু আরও বলেন, ‘এরপর মানহানির মামলা হবে। এমন কথা সে ফেসবুকে লিখেছে যে, ইথুন বাবু তার স্বাভাবিক কাজগুলো পারছেন না।’

এর আগে ২৪ মে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন গীতিকার, সুরকার ইথুন বাবু।

এর আগে সাংবাদিক আল কাছিরকে ‘জেলে পুরবেন’ বলে হুমকি দিলে ১৭ মে কলাবাগান থানায় নোবেলের নামে জিডি হয়। ১৯ মে নোবেল ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার নাজমুল ইসলামের সঙ্গে কথা বলার পর তার ভেরিফাইড ফেসবুক পেজে ইথুন বাবু, জেমস ও সাংবাদিক আল কাছিরের কাছে ক্ষমা চান।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!