• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নতুন চলচ্চিত্রে জুটি বাঁধছেন ইমন-আইরিন


শব্দনীল জুলাই ২৭, ২০২১, ০৭:৪৫ পিএম
নতুন চলচ্চিত্রে জুটি বাঁধছেন ইমন-আইরিন

ছবি : চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা আইরিন সুলতানা

ঢাকা : ‘কাগজ’ নামক নতুন চলচ্চিত্রে ফের জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা আইরিন সুলতানা। ইংরেজিতে ‘দ্য পেপার’। ঢালিউড চলচ্চিত্রের মধ্যে নামটি বেশ ব্যতিক্রম। ‘কাগজ-দ্য পেপার’ নির্মাণ করছেন জুলফিকার জাহেদী।

একজন খ্যাতনামা লেখকের গল্প নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে। লেখকের ফিলসফি এবং কিভাবে সেটির মৃত্যু হয় সেই গল্পই সিনেমাটিতে তুলে ধরা হবে। এমন ব্যতিক্রমী গল্প থেকে চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। চলচ্চিত্রটি আন্তর্জাতিক ফেস্টিভাল গুলোর কথা মাথায় রেখে তৈরি হচ্ছে।

‘কাগজ-দ্য পেপার’ প্রসঙ্গে অভিনেতা ইমন সোনালী নিউজকে বলেন, ‘চলচ্চিত্রটি সম্পূর্ণ সাইকোলজিক্যাল থ্রিলার ধরনের। একজন বিখ্যাত লেখককে কেন্দ্র করে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট নিয়ে এই চলচ্চিত্র। লেখকের সঙ্গে ১৫ বছর পর একটি মেয়ের দেখা হয়, সেখান থেকে বিভিন্ন ঘটনার ভেতর দিয়ে ‘কাগজ-দ্য পেপার’-এর গল্প আগাতে থাকবে। আর সেই লেখকের চরিত্রে থাকবো আমি। ঈদের সপ্তাহ খানেক পর শুটিং শুরু হওয়ার কথা ছিলো কিন্তু এখন তো লকডাউন। লকডাউন শেষে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।’

ভিন্নধর্মী গল্প হওয়ায় চলচ্চিত্রটি করতে আগ্রহী হয়েছেন বলে তিনি জানান। এই বিষয়ে আরও বলেন, ‘গল্পটি সম্পূর্ণ ভিন্নধর্মী এবং অসাধারণ। আমরা তো এখন বিভিন্ন ধরণের গল্পে অভিনয় করছি। এই গল্পটি পড়ে মনে হয়েছে, এই কাজটি আমার করা উচিৎ। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত বোঝা যাবেনা কোন ঘটনার পর কি ঘটবে। আমাদের কাজ সঠিক ভাবে সম্পূর্ণ করতে পারলে দর্শকদের দারুণ কিছু দিতে পারবো বলে আশা রাখি ।’

নির্মাতা জুলফিকার জাহেদী সম্পর্কে ইমন বলেন, ‘নির্মাতা যেহেতু একটি শর্ট ফিল্ম-এ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সেহেতু উনার চিন্তাভাবনা, প্লান-প্রোগ্রাম এবং গল্প শুনে মনে হয়েছে আমরা একটি দারুণ কাজ দর্শকদের উপহার দিতে যাচ্ছি।’

ইমন-আইরিন ছাড়াও চলচ্চিত্রটিতে আরো অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদ প্রমুখ।

Wordbridge School
Link copied!