• ঢাকা
  • রবিবার, ০৯ জুন, ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১

কান উৎসবে আরিফিন শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ্‌


নিজস্ব প্রতিবেদক মে ১৮, ২০২৪, ০৩:২১ পিএম
কান উৎসবে আরিফিন শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ্‌

ঢাকা: চলছে কান চলচ্চিত্র উৎসব। এবারের ৭৭তম আসরে জীবনে প্রথমবারের মতো সেখানে হাজির হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ্‌। আর সেখানেই প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে।

তিনি বলেছেন, বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমাটি আমি দেখেছি। খুবই ভালো সিনেমা। তবে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের সিনেমাটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি। কিন্তু আমি মনে করি, মূল চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি দারুণ করেছেন। আমি সিনেমাটি উপভোগ করেছি। সিনেমাটি দারুণ ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং নাটকীয়।

এ সময় নাসিরুদ্দিন শাহ্‌ বাংলাদেশে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেন।

তিনি বলেন, আমি কখনো বাংলাদেশে সিনেমা করার অফার পাইনি। পেলে খুব খুশি হতাম। যদিও আমি দুইবার গিয়েছি সেখানে থিয়েটারে পারফর্ম করতে। কিন্তু সিনেমাটা করা হয়নি। বাংলাদেশের নির্মাতাদের জন্য আমার দরজা সব সময় খোলা।

প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে নাসিরুদ্দিন শাহ্‌ অভিনীত ‘মন্থন’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে। এটি গুজরাটের দুগ্ধখামারীদের ওপর কর্পোরেট আগ্রাসন ঘিরে বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগালের নির্মিত চলচ্চিত্র।

এএন

Wordbridge School
Link copied!