• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানি গায়ক শাফকাতের অনুষ্ঠান বাতিল


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০১৬, ০৬:৩২ পিএম
পাকিস্তানি গায়ক শাফকাতের অনুষ্ঠান বাতিল

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ভারত ছাড়া নিয়ে বিতর্কের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই আর এক পাকিস্তানি শিল্পীর অনুষ্ঠান বাতিল করা হল। আগামী ৩০ সেপ্টেম্বর পাক গায়ক শাফকাত আমানত আলীর অনুষ্ঠান ছিল বেঙ্গালুরুতে। অনুষ্ঠানের আয়োজক সংস্থা একটি রেডিও চ্যানেল। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, উরি হামলার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। চ্যানেল কর্তৃপক্ষের বক্তব্য, তিরিশ তারিখের অনুষ্ঠান তাঁরা ২০ তারিখ বাতিলের সিদ্ধান্ত নেন। তার পরেই এমএনএস, বজরঙ্গ দলের মতো রাজনৈতিক দলগুলি পাক শিল্পীদের বয়কটের ডাক দিয়েছে। এই বিতর্কে মুখ খুলেছেন অভিনেতা সাইফ আলি খানও। জানিয়েছেন, আদৌ পাক শিল্পীরা এ দেশে কাজ করবেন কি না, তা সরকারেরই ঠিক করে দেয়া উচিত। একটি অনুষ্ঠানে সাইফকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। অভিনেতা বলেন, ‘আমরা শিল্পী। আমরা শান্তি আর ভালবাসার বার্তাই দিতে চাই। কিন্তু দু’দেশের এই জটিল পরিস্থিতিতে ও দেশের শিল্পীরা এ দেশে কাজ করবেন কি না, তা সরকারেরই নির্ধারণ করা উচিত।’  সূত্র: আনন্দবাজার

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!