• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

তিউনিশিয়ায় নৌকাডুবিতে ৩৯ অভিবাসী নিহত 


আর্ন্তজাতিক ডেস্ক মার্চ ১০, ২০২১, ০১:০৬ পিএম
তিউনিশিয়ায় নৌকাডুবিতে ৩৯ অভিবাসী নিহত 

সংগৃহীত ছবি

ঢাকা: তিউনিশিয়ায় দু’টি নৌকা ডুবে ৩৯ অভিবাসী নিহত হয়েছে। এছাড়া অন্তত ১৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স।

মঙ্গলবার (৯ মার্চ) এক বিবৃতিতে তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় তিউনিশিয়া উপকূলে নৌকা দুটি ডুবে যায়।

মৃতরা সবাই আফ্রিকান নাগরিক বলে জানানো হয়েছে।

আরও অনেকে নিখোঁজ থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির কোস্টগার্ড। গত দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে প্রায় চার হাজার অভিবাসী। এর মধ্যে তিউনিশিয়া দিয়েই ঢুকেছে এক হাজার।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!