• ঢাকা
  • বুধবার, ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

রাশিয়াকে থামাতে কিছুই করতে পারবে না বাইডেন : মার্কিন জেনারেল


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১২:৩৭ পিএম
রাশিয়াকে থামাতে কিছুই করতে পারবে না বাইডেন : মার্কিন জেনারেল

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলগ, ছবি : সংগৃহীত

ঢাকা : যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলগ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে বাইডেনের প্রচেষ্টা যথেষ্ট নয়। এমনকি ইউক্রেনের ওপর রাশিয়ার এ ব্যাপক আগ্রাসন থামাতে জো বাইডেন বেশি কিছু করতেও পারবেন না।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মার্কিন সেনাবাহিনীর সাবেক এ লেফটেন্যান্ট জেনারেল।

অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বৃহস্পতিবার সকালে তিনি ইউক্রেনের ওপর বিশেষ অভিযান চালানোর আদেশ দিয়েছেন।

ইউক্রেনের ওপর রাশিয়ার এ ব্যাপক আক্রমণের বিষয়ে পুতিন আরো বলেন, আমাদের সাথে ওই (ইউক্রেনের) সেনাবাহিনীর সঙ্ঘাত অনিবার্য।

অবশ্য, পুতিনের ইউক্রেন আক্রমণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন একটি পূর্ব-পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন। এ যুদ্ধে অসংখ্য মানুষ মারা যাবেন এবং অনেক মানুষকে এ যুদ্ধের মাসুল দিতে হবে। এ যুদ্ধ শুরু করা মাধ্যমে যে ধ্বংস ও মৃত্যুর ঘটনা ঘটবে তার দায় শুধু রাশিয়ার ওপরই বর্তাবে।

বিনা কারণে ইউক্রেনের ওপর রাশিয়ার অবৈধ সামরিক হামলার নিন্দা করে জো বাইডেন আরো বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো একজোট হয়ে এ রুশ হামলার জবাব দেবে এবং এ সঙ্কটের সমাধান করবে। তবে যাই হোক না কেন বিশ্ব সম্প্রদায় রাশিয়াকেই দোষারোপ করবে। সূত্র : ফক্স নিউজ

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!