• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

হেলিকপ্টার বিধ্বস্তের স্থানে পৌঁছেছে ইরানি রেড ক্রিসেন্ট


আন্তর্জাতিক ডেস্ক মে ২০, ২০২৪, ০৯:২১ এএম
হেলিকপ্টার বিধ্বস্তের স্থানে পৌঁছেছে ইরানি রেড ক্রিসেন্ট

ঢাকা:  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখানে পৌঁছেছে ইরানি রেড ক্রিসেন্ট। রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানি রেড ক্রিসেন্টের অনুসন্ধান ও উদ্ধারকারী দল হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার স্থানে পৌঁছেছে।

তবে এ বিষয়ে ইরানি রেড ক্রিসেন্ট আর কিছু বলেনি। এদিকে রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি ‘খুঁজে’ পাওয়ার খবর দিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।ইরানের গণমাধ্যম এই খবর ইরানি রেড ক্রিসেন্টের বরাতে দিয়েছে। খবরে বলা হয়, উদ্ধারকারী দলগুলো বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেয়েছে।

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার শিকার হয়। একই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।

বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। এলাকাটিতে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে ৫ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না।

এআর

Wordbridge School
Link copied!