• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সেনেগালে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক মে ২৬, ২০২২, ১২:১২ পিএম
সেনেগালে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু

ছবি: ইন্টারনেট

ঢাকা : সেনেগালে একটি সরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে  ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি এক টুইট বার্তায় একথা জানান।  

বৃহস্পতিবার (২৬ মে) সংবাদ মাধ্যম জানায়, সেনেগালের রাজধানী ডাকার থেকে প্রায় ৭৫ মাইল পূর্বে টিভাউয়ান শহরের আঞ্চলিক হাসপাতালে আগুন লাগে।  তবে এ বিষয়ে তাৎক্ষনিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফায়ার সার্ভিস।

টিভাউয়ান শহরের মেয়র ডেম্বা দিওপ বলেছেন, 'আগুন থেকে তিনটি শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে।'

দেশটির একজন রাজনীতিবিদ ডিওপ সি জানান, ‌শর্ট সার্কিটের কারণে এই হাসপাতালটিতে আগুন ধরে।  মুহূর্তে তা পুরো হাসপাতালে ছড়ি পরে।  ফলে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

প্রেসিডেন্ট মেকি সেলি বলেন, ‌আব্দু আজিজ সাই ডাবাক হাসপাতালে আগুনে ১১ নবজাতকের মৃতু্্যর খবর আমি জানতে পেরেছি।  এ ঘটনায় মারা যাওয়া প্রতিটি শিশুর পরিবারের সদস্যদের আমি সহানুভূতি জানাচ্ছি। সূত্র: মেইল অনলাইন

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!