• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৪, ২০২৩, ১০:৩২ এএম
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

ঢাকা: মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) পশ্চিম মেক্সিকোতে একটি মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ায় হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে দেশটির পুলিশ।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা।

তারা বলেছেন, দুর্ঘটনাকবলিত বাসটিতে বেশিরভাগ যাত্রীই ছিল বিদেশি। তাদের অনেকে মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন। 

জানা গেছে, বাসটি মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা যাচ্ছিল। যাত্রীদের মধ্যে ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকান দেশগুলোর প্রায় ৪২ জন নাগরিক ছিলেন। 

এক বিবৃতিতে মেক্সিকোর নয়ারিত প্রাদেশিক সরকার জানিয়েছে, বাসচালককে আটক করা হয়েছে। বাস চালানোর সময় তিনি রাস্তার একটি বাঁকানো অংশে দ্রুত গতিতে বাঁক নিয়েছিলেন বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। 

সূত্র: রয়টার্স

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!