• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি প্রার্থীদের জন্য সুখবর


সোনালী ডেস্ক ডিসেম্বর ৭, ২০২৫, ০৫:৪৫ পিএম
সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি প্রার্থীদের জন্য সুখবর

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী ২০২৬ সাল থেকে সৈনিক পদে যোগদানের বয়সসীমা বৃদ্ধি করেছে। এখন থেকে সাধারণ ট্রেডে ১৭ থেকে ২২ বছর বয়সী এবং টেকনিক্যাল ট্রেডে ১৭ থেকে ২৩ বছর বয়সী তরুণরা সৈনিক পদে যোগ দিতে পারবেন।

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে রোববার প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, বর্ধিত বয়সসীমার মাধ্যমে যোগ্য তরুণদের অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হবে এবং সেনাবাহিনীর দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।

২০২৬ সাল থেকে প্রযোজ্য এই নতুন নিয়ম অনুযায়ী আগ্রহী প্রার্থীদের পদে আবেদন করার জন্য নির্ধারিত বয়সের মধ্যে থাকা আবশ্যক। সেনাবাহিনী আশা করছে, এই পরিবর্তনের ফলে সৈনিক পদে যোগদানের জন্য আরও প্রতিভাবান ও উদ্যমী তরুণরা অংশগ্রহণ করবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!