• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাসে ৩৫ হাজার টাকা ভাতা চান মুক্তিযোদ্ধারা


নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০১৯, ০২:৩৪ পিএম
মাসে ৩৫ হাজার টাকা ভাতা চান মুক্তিযোদ্ধারা

ঢাকা: মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ১০ হাজার (সাধারণ) থেকে বাড়িয়ে ৩৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান মুক্তিযোদ্ধারা। পাশাপাশি এ কর্মসূচি থেকে মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানানো হয়।

মানববন্ধনে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব মুক্তিযোদ্ধা জি কে বাবুল চিশতির বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক আহমদ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছেন। এরা পরবর্তীতে অবৈধভাবে ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছেন। তাই দ্রুত জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হোক এবং মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দেয়া হোক।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা শফি উদ্দিন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল মুজিম সন্টু ও অর্থ সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!