গণহত্যার বিচার দাবিতে পাবনায় বিএনপির বিক্ষোভ, অবস্থান কর্মসূচি

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪, ০৭:৩০ পিএম
গণহত্যার বিচার দাবিতে পাবনায় বিএনপির বিক্ষোভ, অবস্থান কর্মসূচি

পাবনা: ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীর অভিযোগে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

কেন্দ্রয়ী কর্মসূচির অংশ হিসাবে পাবনা জেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে। সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মিরা শহরের লাহিড়ীপাড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হয়।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে ফিরে অবস্থান কর্মসূচী পালন করেন নেতাকর্মীরা। সেখানে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় তারা।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা প্রমুখ বক্তব্য দেন।

এমএস

Link copied!