মাসে আয় দুই লক্ষ টাকা 

একটি গাভী থেকে এখন ৫০ লাখ টাকার মালিক বাবলু খন্দকার

  • জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি : | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:৫৭ পিএম
একটি গাভী থেকে এখন ৫০ লাখ টাকার মালিক বাবলু খন্দকার

কুড়িগ্রাম: চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ২০১৫ সালে রংপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে গবাদি পশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ের উপরে তিন মাসের ট্রেনিং নেন বাবলু খন্দকার বাবু। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তালুক শিমুল বাড়ির এই যুবক শুরুতেই যুব উন্নয়ন থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে এবং জমাকৃত টাকাসহ এক লাখ ২৯ হাজার টাকা দিয়ে একটি গাভীসহ ষাঁড় বাছুর ক্রয় করেন।

সেই গাভী প্রতিদিন ১৫ থেকে ১৬ লিটার দুধ দিত। ওই বছরেই সেই গাভী থেকে ১ লক্ষ ৩৩ হাজার টাকার দুধ বিক্রি করেন। এ থেকেই শুরু হয় বাবুর খামারের যাত্রা। আস্তে আস্তে গরুর খামার বাড়তে থাকে, এক সময়ে গিয়ে বাবু হাঁস-মুরগি ও গরু-ছাগল, লেয়ার মুরগির, কোয়েল পাখির খামার গড়ে তোলেন। 

বর্তমানে বাবুর সবকটি খামার মিলে ৪০ থেকে ৫০ লক্ষ টাকার সম্পদ রয়েছে। খামারে করে দিয়েছেন তিনজন শ্রমিকের কর্মসংস্থান। বাবুর খামার থেকে এখন প্রতিমাসে আয় হচ্ছে ২ লক্ষ টাকা। এছাড়া খামারের আয় দিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেছেন বাবু। বাবুর এমন সাফল্য দেখে স্থানীয়রা বেশ খুশি।

এলাকার বয়োজ্যেষ্ঠ খোকা ও আব্দুল হাই জানান, ইচ্ছে থাকলে উপায় হয়। চাকরির পিছনে না ছুটে নিজে স্বাবলম্বী হয়ে দেখিয়ে দিয়েছেন বাবলু খন্দকার বাবু। শুধু তাই নয়, খামার গড়ে তুলে তা থেকে ইনকাম করে তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করছেন বাবলু খন্দকার। 

বাবুর খামারে কাজ করা শ্রমিক জামাল ও মালেক জানান, আগে একদিন কাজ করলে আর একদিন কাজ পেতাম না। এখন বাবুর খামারে মাসব্যাপী কাজ করে যা পাই তা দিয়ে আমাদের সংসার ভালোই চলছে।

উদ্যোক্তা বাবলু খন্দকার বাবু জানান, চাকরির পিছনে না ছুটে সফল উদ্যোক্তা হবার স্বপ্ন দেখেছি, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে খামার গড়ে তুলে এখন আমি সফল উদ্যোক্তা হয়েছি। পাশাপাশি গ্রামের বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। আমি আহ্বান জানাবো, আমার মত যারা বেকার যুবক আছেন তারা চাকরির পিছনে না ছুটে সকল উদ্যোক্তা হোন। 

ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায় জানান, চাকরির পিছনে না ছুটে বাবলু খন্দকার  বাবু খামার গড়ে তুলে সফল উদ্যোক্তা হয়েছেন। সেইসঙ্গে গ্রামের বেকার মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। যুব উন্নয়ন অধিদপ্তর ফুলবাড়ীর পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই।

আইএ

Link copied!