ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০২৫, ১০:১১ পিএম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুরিয়ার ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শ্যামলী বাংলা পরিবহনের বাসটি হালুয়াঘাট থেকে ঢাকায় যাচ্ছিল। আর মাহিন্দ্রাটি ফুলপুর থেকে হালুয়াঘাট যাচ্ছিল।

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মাহিন্দ্রাটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা খায়। মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় যাত্রী মারা যান। পাঁচজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এআর

Link copied!