ভয়াবহ ফ্লাইট দুর্ঘটনায় বলিউড তারকাদের শোক

  • বিনোদন ডেস্ক: | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১২, ২০২৫, ০৭:০৫ পিএম
ভয়াবহ ফ্লাইট দুর্ঘটনায় বলিউড তারকাদের শোক

ঢাকা: ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর ফ্লাইটটিতে থাকা ২৪২ জন আরোহীর সকলের মৃত্যু হয়েছে বলে জনিয়েছেন অহমদাবাদের পুলিশ কমিশনার।যদিও প্রশাসনের তরফে সরকারি ভাবে এখনও মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি। 

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রাজ্যের মেঘানি এলাকায় আদানি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, ফ্লাইটটিতে থাকা ২৪২ জন যাত্রীর সকলের মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলিউড তারকা সানি দেওল লিখেছেন, ‘আহমেদাবাদে প্লেন দুর্ঘটনার সংবাদে আমি বিধ্বস্ত। ধ্বংসস্তূপের নিচে এখনও যাদের শরীরে প্রাণ রয়েছে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব তাদের খুঁজে বের করে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হোক। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈশ্বর তাদের পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন।’

গভীর শোক প্রকাশ করে আলিয়া মন্তব্য করেন, ‘এটা ভয়াবহ! সকল যাত্রী এবং ক্রু মেম্বারদের জন্য আমার হৃদয় কাঁদছে। প্লেনের সব যাত্রী এবং তাদের প্রিয়জনদের জন্য আমার প্রার্থনা রইল।’ শোকবার্তা কারিনা কাপুর, কার্তিক আরিয়ান, মৌনী রায়েরও।

অক্ষয় কুমার বলছেন, ‘এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনায় যতটা হতবাক, ততটাই বাকরুদ্ধ। এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।’ শোকবার্তা জ্ঞাপন করে পরিণীতি চোপড়ার মন্তব্য, ‘কী দুর্ভাগ্যজনক! এয়ার ইন্ডিয়ার প্লেনে যাত্রীদের এহেন পরিণতি আর তাদের কষ্টটা অকল্পনীয়। এই কঠিন সময়ে ঈশ্বর সকলকে শক্তি দিন।’

জাহ্নবী কাপুরের মন্তব্য, ‘আজ রাতে সব পরিবার উত্তরের অপেক্ষায় থাকবে।’ শোকবার্তায় অভিনেত্রীর সংযোজন, ‘আহমেদাবাদ থেকে উড়ানের কিছুক্ষণ বাদেই এয়ার ইন্ডিয়ার এমন ভয়ানক প্লেন দুর্ঘটনার খবরে আমি হতবাক! এই ধরনের মর্মান্তিক ঘটনায় ভাষায় শোকপ্রকাশ করা অসম্ভব। প্লেনের যাত্রী, ক্রিউ মেম্বার সকলের জন্য গভীরভাবে শোকাহত।’ 

কঠিন সময়ে ক্ষতিগ্রস্থদের শক্তি কামনা করলেন সারা আলি খান।

শোকবার্তা জ্ঞাপন করে করণ জোহর লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার এমন ভয়ানক প্লেন দুর্ঘটনা ভীষণ দুর্ভাগ্যজনক। এখন পর্যন্ত হতাহতের খবর এসেই যাচ্ছে। প্লেনে থাকা যাত্রীদের জন্য প্রার্থনা করছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা।’

ভিকি কৌশলের শোক প্রকাশ করে জানিয়েছেন, ‘যতবার আহমেদাবাদের প্লেন দুর্ঘটনার খবরগুলো পড়ছি, ততবার ওই ২৪২ জন যাত্রীদের কথা ভেবে আমার মন কেঁদে উঠছে। ঈশ্বর রক্ষা করুন। সকলের সেরে ওঠার জন্য প্রার্থনা করছি।’

রীতেশ দেশমুখ লিখেছেন, ‘আহমেদাবাদে মর্মান্তিক প্লেন দুর্ঘটনার খবরে ভীষণ ভেঙে পড়েছি এবং ততোধিক হতবাকও। সমস্ত যাত্রী, তাদের পরিবারের কথা ভেবে আমি মর্মাহত। এমন অবিশ্বাস্য কঠিন সময়ে তাদের সবার জন্য প্রার্থনা করছি।’

রণদীপ হুডার মন্তব্য, ‘ভীষণ হৃদয় বিদারক। ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি। উদ্ধারকারী দলের জন্য শক্তি কামনা করছি এই সময়ে যাতে যারা ভাগ্যজোরে প্রাণে বেঁচে গিয়েছেন, তাদের দ্রুত উদ্ধার করতে পারেন। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

আইএ

Link copied!