মারা যাওয়ার আগে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৩:২৩ পিএম
মারা যাওয়ার আগে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগে একটি নারী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স ৩২ বছর। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা এলাকার ওই হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানার পুলিশ জানায়, সকালে খবর পেয়ে জিগাতলা নারী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষে গিয়ে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী ছিলেন।

হাজারীবাগ থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জান্নাতারা রুমীর মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া কয়েকটি স্ট্যাটাস ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া সর্বশেষ একটি স্ট্যাটাসে তিনি ওসমান হাদির কথা উল্লেখ করে লেখেন, ইয়া আল্লাহ, হাদিকে ভাইকে আমাদের খুব দরকার। এর এক দিন আগে দেওয়া আরেকটি পোস্টে একটি ছবি যুক্ত করে তিনি লেখেন, একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না, কারণ আমি ভোরে উঠি না।

হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তসহ তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসএইচ 

Link copied!