বিএনপির মনোনয়ন পাচ্ছেন যে তিন নেতা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:৪৯ পিএম
বিএনপির মনোনয়ন পাচ্ছেন যে তিন নেতা

ফাইল ছবি

ঢাকা: বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম সঙ্গী গণতন্ত্র মঞ্চের তিন শীর্ষ নেতা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন-এমন আলোচনা জোরালো হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৃথক বৈঠকের পর নেতাদের সঙ্গে আলাপকালে এ আভাস পাওয়া গেছে। 

গণতন্ত্র মঞ্চের প্রভাবশালী একাধিক নেতা জানিয়েছেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিতে পারে বিএনপি।

জানা গেছে, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য বগুড়া-২, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ঢাকা-১২ এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির জন্য ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, বিএনপি তাকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে। তিনি বলেন, বিএনপির শীর্ষ পর্যায় থেকে তাদের দলের একজন শীর্ষ নেতাকে আসন ছাড় দিতে সম্মতি দেওয়া হয়েছে।

একই কথা জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে তাকে ঢাকা-১২ আসন থেকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টিকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

সাইফুল হক আরও বলেন, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের বিষয়ে বিএনপি নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছে। মঞ্চের বৈঠকে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) আসন বণ্টন নিয়ে বিএনপি আরেক জোট সঙ্গী ১২ দলীয় জোটের সঙ্গেও বৈঠক করেছে।

এসএইচ 

Link copied!