‘সাকিব ভাই বাংলাদেশের কিংবদন্তি’

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ১১:৩০ এএম
‘সাকিব ভাই বাংলাদেশের কিংবদন্তি’

ঢাকা : প্রথম তিন ম্যাচ হারলেও টানা দুই জয়ে আত্মবিশ্বাসী খুলনা। শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানোর পর দলের পাকিস্তানি রিক্রুট আমাদ বাট এমনটাই জানালেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাকিব ভাই বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। পুরো দুনিয়াজুড়ে ক্রিকেট খেলে বেড়ান। এখনো মনে হয়, তিনি দুনিয়ার একনম্বর অলরাউন্ডার। মানুষ হিসাবেও উনি ভালো। বাংলাদেশ দলকে নিয়ে এগিয়ে চলেছেন, এখানে বিপিএলকেও।’

সাকিবের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করে আমাদ বলেন, ‘এখনো কথা হয়নি সাকিব ভাইয়ের সঙ্গে। আমার ইচ্ছে আছে। অনেক অভিজ্ঞ ক্রিকেটার, উনার সঙ্গে কথা বলা ভালোই হবে। পিএসএলেও খেলেছেন; কিন্তু ওরকম কোনো কথা হয়নি।’

তামিমের প্রশংসায়ও পঞ্চমুখ এই পাকিস্তানি। বলেন, ‘তামিম ভাই খেলোয়াড় ও মানুষ হিসাবে খুবই ভালো। তিনি দলকে একসঙ্গে করার চেষ্টা করছেন, করেছেনও। সিনিয়র হওয়ায় তার বেশি দায়িত্বও আছে। প্রথম কয়েক ম্যাচ ভালো করতে পারেননি, এখন ভালো করছেন।’

সোনালীনিউজ/এমটিআই

Link copied!