ঢাকা : মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সেই প্রাণ হারিয়েছেন পর্তুগিজ ফুটবলার দিয়াগো জোটা। ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন জোটা। লিভারপুলের হয়ে গেল মৌসুমেও জিতেছিলেন প্রিমিয়ার লিগ শিরোপা।
শুধু জোটা নন, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার ভাই আন্দ্রে সিলভাও। সিলভাও ফুটবলারই ছিলেন, ২৬ বছর বয়সী এই খেলোয়াড় খেলছিলেন পর্তুগিজ ক্লাব পেনাফিয়েলে।
স্পেনের জামোরা প্রদেশে এই দুর্ঘটনার শিকার হয়েছেন জোটা। তার ভাই আন্দ্রে সিলভার সঙ্গে তিনি ঘুরতে বেরিয়েছিলেন। সে যাত্রাই শেষ যাত্রা হয়ে রইল তার।
জামোরা প্রাদেশিক কাউন্সিল একটি বার্তায় জানিয়েছে, পালাসিওস দে সানাব্রিয়ার কাছে তাদের গাড়িতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে আর কিছুই করার ছিল না তাদের। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে গাড়িতে যান্ত্রিক ত্রুটিকেই।
২০১৯ সালে পর্তুগালের হয়ে অভিষেক হয় তার। এরপর থেকে ৪৯ ম্যাচে তিনি করেছেন ১৪ গোল।
পিএস
আপনার মতামত লিখুন :