মাইলস্টোন ট্রাজেডি: মিরপুরে ১ মিনিট নীরবতা পালন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৬:০৮ পিএম
মাইলস্টোন ট্রাজেডি: মিরপুরে ১ মিনিট নীরবতা পালন

ঢাকা: উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। এমন শোকের আবহে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি লড়াইয়ে নামছে বাংলাদেশ-পাকিস্তান।

খেলা শুরুর আগে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল। এ সময় দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন মাঠে থাকা দর্শকরাও।

এর আগে মিরপুরে টসে জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান। পরশু প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজও জিতে গেলে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। ওপেনার তানজিদের বদলে একাদশে ঢুকেছেন মোহাম্মদ নাঈম। পেসার তাসকিনের জায়গায় সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম।

এআর

Link copied!