ঢাকা: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেওয়া বাংলাদেশের সামনে সুযোগ পাকিস্তানকে ধবলধোলাই করার। সেই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
আগের ম্যাচের একাদশের পাঁচজনকে বাদ দিয়ে আজকের ম্যাচের একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেট আর দ্বিতীয় ম্যাচে ৮ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
৩য় টি-টোয়েন্টির বাংলাদেশ দল
মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেত, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।
এআর
আপনার মতামত লিখুন :