ভারত সফর নিশ্চিত মেসিদের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০২:৫৫ পিএম
ভারত সফর নিশ্চিত মেসিদের

ঢাকা: আর্জেন্টিনা ফুটবল দলের ভারত সফর নিয়ে আলোচনা চলছে গত কদিন ধরেই। অবশেষে জানা গেল লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজদের ভারত সফরের দিনক্ষণ। 

ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা এ বছরের নভেম্বরে ভারতে যাবে বলে নিশ্চিত হওয়া গেছে।

ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, মেসিদের কেরালা সফরে প্রীতি ম্যাচের ভেন্যু হতে পারে কোচি। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আদবুরাহিমান আর্জেন্টিনার ভারত সফরের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছেন, ‘২০২৫ সালের নভেম্বরে কেরালায় খেলবেন বিশ্ব চ্যাম্পিয়ন মেসি ও তার দল।’

২০১১ সালের সেপ্টেম্বরে ভারত সফরে এসেছিল আর্জেন্টিনা। কলকাতায় তখন ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। 

এনডিটিভি জানিয়েছে, গত বছর কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন ফেসবুকে আর্জেন্টিনা দলের এ বছর কেরালা সফরে আসার ঘোষণা দিয়েছিলেন। এর পর থেকেই আর্জেন্টিনা দলকে কেরালা সফরে আনার চেষ্টা করা হচ্ছিল। 

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ২০২২ বিশ্বকাপে কেরালা থেকে অকুণ্ঠ সমর্থন পাওয়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) প্রাথমিকভাবে ভারতের এই রাজ্য সফর করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তখন কোনো দিন-তারিখ ঠিক করা হয়নি।

মেসিদের নিমন্ত্রণ করতে প্রচুর অর্থ খরচ করার অভিযোগে সমালোচিতও হয় কেরালা সরকার। আর্জেন্টিনা দল কেরালা সফর বাতিল করেছে, এমন গুঞ্জনও তখন ছড়িয়ে পড়েছিল। কিছুদিন আগে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আদবুরাহিমান বলেন, ‘আর্জেন্টিনা দল এখনো জানায়নি তারা কেরালা সফরে আসবে না। উল্টো নভেম্বরে তাদের আসার বিষয়ে সরকারকে জানানো হয়েছে। এরই মধ্যে দলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। নভেম্বরে এ সফর নতুন স্পনসরের সঙ্গে হবে বলে নিশ্চিত করেছে এএফএ।’

এআর

Link copied!