• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নভেম্বর মাসের সেরা কর্মী সাইদুল ইসলাম শান্ত


সোনালী ডেস্ক ডিসেম্বর ৯, ২০২৫, ০৪:৪১ পিএম
নভেম্বর মাসের সেরা কর্মী সাইদুল ইসলাম শান্ত

ছবি: সোনালীনিউজ

সোনালীনিউজের নভেম্বর মাসের সেরা কর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম শান্ত। দায়িত্বশীলতা, গতিশীলতা এবং নিখুঁত ভিডিও এডিটের মাধ্যমে পুরো মাসজুড়ে যে উৎকর্ষতা দেখিয়েছেন, তার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

সেরা কর্মীর সম্মাননা ও উপহার তুলে দেন সোনালীনিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ। সাইদুল ইসলাম শান্তের হাতে উপহার তুলে দিয়ে তিনি বলেন, একটি অনলাইন নিউজরুমকে এগিয়ে নিতে প্রয়োজন নিষ্ঠা, পেশাদারিত্ব ও দ্রুততা-যা শান্তের কাজে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনুছ গ্রুপের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সোনালীনিউজের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসাইন, মাল্টিমিডিয়া বিভাগের প্রধান তরুণ বেগী। 
 
সোনালীনিউজের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসাইন শান্তের ধারাবাহিক কর্মদক্ষতার প্রশংসা করে জানান, গুরুত্বপূর্ণ ও জটিল সংবাদগুলো তিনি যে সতর্কতা এবং যাচাই-বাছাইয় ও ভিডিও এডিটের মধ্য দিয়ে উপস্থাপন করেন, তা পাঠকদের আস্থা অর্জনে বড় ভূমিকা রাখছে।

স্বীকৃতি পাওয়ার পর সাইদুল ইসলাম শান্ত বলেন, প্রতিষ্ঠানের আস্থা ও সহকর্মীদের সহযোগিতা তাকে প্রতিভা ও পরিশ্রম দিয়ে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। তিনি এই সম্মাননাকে পুরো টিমের সম্মিলিত অর্জন হিসেবে দেখছেন।

সোনালীনিউজ বিশ্বাস করে-সৎ প্রয়াস ও দায়িত্বশীল কাজই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায়। নভেম্বরের সেরা কর্মী হিসেবে শান্ত সেই মূল্যবোধেরই উজ্জ্বল উদাহরণ।

এসএইচ 

Wordbridge School
Link copied!