• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সংবিধানে আস্থাহীন বিএনপির রাষ্ট্রপতি নির্বাচনে আগ্রহ নেই : কাদের


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০২:১৫ পিএম
সংবিধানে আস্থাহীন বিএনপির রাষ্ট্রপতি নির্বাচনে আগ্রহ নেই : কাদের

ঢাকা : বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্‌পু।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করেছে আওয়ামী লীগ।

আজ সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাহাবুদ্দিন চুপ্‌পুকে রাষ্ট্রপতি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এ ঘোষণার পর নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ইয়াজউদ্দিনের মতো 'ইয়েস মার্কা' রাষ্ট্রপতি আমরা মনোনীত করিনি। স্বাধীনতার স্বপক্ষের যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করেছে আওয়ামী লীগ।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রোববার (১২ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, এ নির্বাচন (রাষ্ট্রপতি পদ) নিয়ে তাদের কোনো আগ্রহ নেই।

এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র আর সংবিধানে আস্থা নেই বলেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির আগ্রহ নেই। তারা সংলাপে বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, আমরা চাই বিএনপি আসুক। প্রতিযোগিতামূলক নির্বাচন হোক। সেই নির্বাচনে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি।

'নিরপেক্ষ অবস্থানে থেকে রাষ্ট্রপতি তার যথাযথ ভূমিকা পালন করবেন'- এমন প্রত্যাশা ব্যক্ত করেন কাদের।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!