• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
বিজিবি মহাপরিচালক

সেনাদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০১:১১ পিএম
সেনাদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার

ঢাকা : বাংলাদেশে আশ্রয় নেয়া সৈন্যদের ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমার প্রস্তুত বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার (৭ ফেব্রুয়ারি) তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব জানান তিনি।

এসময় বিজিবি মহাপরিচালক বলেন, আশ্রয় নেয়া বিজিপি সদস্য ও অন্যান্যদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, যতো দ্রুত সম্ভব প্রত্যাবাসনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

বিজিবি মহাপরিচালক বলেন, এটি মিয়ানমারের আভ্যন্তরীণ সংঘাত। প্রভাব পড়ছে বাংলাদেশেও। আমরা আর কোনো মৃত্যু চাই না, সর্বোচ্চ ধৈর্য ধরে সীমান্ত নিরাপদ রাখবে বিজিবি।

এদিকে, সকাল থেকেই ঘুমধুম সীমান্তের ওপারে ফের গুলির শব্দ পাওয়া গেছে। সীমান্তে চলমান উত্তেজনায় এলাকা ছাড়া হয়েছেন অনেকেই। গুলি ও মর্টারের ভয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। নারী ও শিশুদের আশ্রয়কেন্দ্রে রেখে বাড়ি পাহারা দিচ্ছেন পুরুষরা।

এমটিআই

Wordbridge School
Link copied!