• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিউমার্কেট এলাকায় সকল চাঁদাবাজদের রুখে দেয়ার ঘোষণা ছাত্র অধিকার পরিষদের 


ক্যাম্পাস প্রতিনিধি  এপ্রিল ২৫, ২০২৫, ০৯:৪৫ পিএম
নিউমার্কেট এলাকায় সকল চাঁদাবাজদের রুখে দেয়ার ঘোষণা ছাত্র অধিকার পরিষদের 

ঢাকা: রাজনৈতিক ছাত্র সংগঠনের নামে নিউমার্কেট এলাকায় সকল চাঁদাবাজদের রুখে দেয়ার ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। 

সম্প্রতি ছাত্রদল নেতা পরিচয়ে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ জানিয়ে মিরপুর সড়কে আয়োজিত প্রতিবাদ মিছিলে এ ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখা।

মিছিল শেষে আয়োজিত বিক্ষোভে চাঁদাবাজদের হুশিয়ার করে ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নোমান আলম মুন বলেন, ছাত্র অধিকার পরিষদ সবসময় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে। যেখানেই অন্যায় এবং অনিয়ম হয় সেখানেই ছাত্র অধিকার পরিষদ প্রতিবাদ করে। ছাত্র সংগঠনের নামে কেউ যদি চাঁদাবাজি করে, ছাত্রসমাজকে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বলেন, সাইন্সল্যাব, নিউমার্কেট ও নীলক্ষেত এড়িয়াতে অবৈধ ফুটপাত ঘিরে চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে। যে পরিচয়েই এসব চাঁদাবাজ আসুক না কেনো তাদের রুখে দিতে দোকানীদের সঙ্গে ছাত্র অধিকার প্ররিষদ রয়েছে। 

প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি নাহিদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারান, সহসাংগঠনিক ইয়াছিন আরাফাত, সহসভাপতি আনসারি, রায়হান, সাগরসহ ঢাকা কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ এর অন্যান্য নেতৃবৃন্দ।

এআর

Wordbridge School
Link copied!