• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিঙ্গাপুরে হাদি: পরীক্ষা-নিরীক্ষার পর যা জানা গেলো


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৬, ২০২৫, ১২:১৫ পিএম
সিঙ্গাপুরে হাদি: পরীক্ষা-নিরীক্ষার পর যা জানা গেলো

ঢাকা: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কয়েকটি পরীক্ষার রিপোর্ট জানা যাবে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা হাদির পরিবারকে তার চিকিৎসার রোডম্যাপ জানাবেন।

এর আগে, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে ল্যান্ড করে। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আগে থেকেই সবকিছু ব্যবস্থা করা হয়েছিল। হাসপাতালে পৌঁছেই হাদিকে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

জানা গেছে, ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছেন তার ভাই ওমর বিন হাদি ও ওসমান হাদির বন্ধু আমিনুল হাসান ফয়সাল।

এসআই

Wordbridge School
Link copied!