• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বর্ণের গহনা কেনার আগে যা জানা জরুরি


সোনালী ডেস্ক ডিসেম্বর ১৬, ২০২৫, ০৫:২১ পিএম
স্বর্ণের গহনা কেনার আগে যা জানা জরুরি

ফাইল ছবি

বিয়ের মৌসুমে সোনার গহনা শুধুই অলংকার নয়, এটি অনেকের কাছে পারিবারিক ঐতিহ্য এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যম। কিন্তু আবেগ আর সামাজিক চাপের কারণে অনেক সময় খোঁজখবর না নিয়ে স্বর্ণ কেনা হয়, যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। তাই বিয়ের আগে সোনা কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি।

সোনার মান বা বিশুদ্ধতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সাধারণত ২৪, ২২ ও ২১ ক্যারেট সোনা বেশি ব্যবহার হয়। ২৪ ক্যারেট সবচেয়ে বিশুদ্ধ হলেও নরম হওয়ায় গহনায় কম ব্যবহৃত হয়। বিয়ের গহনার ক্ষেত্রে ২২ ক্যারেট স্বর্ণ সবচেয়ে জনপ্রিয়। কেনার সময় অবশ্যই গহনায় ক্যারেটের ছাপ বা হলমার্ক আছে কি না তা পরীক্ষা করতে হবে। হলমার্কযুক্ত সোনা মানেই নির্ভরযোগ্য সোনা।

বড় দোকান থেকে কিনলেও হলমার্ক ছাড়া গহনা নেওয়া ঠিক নয়। অনেক দোকান গহনার সঙ্গে মানের সনদ দেয়, যা বিক্রি বা বদলের সময় কাজে আসে। এই কাগজগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।

স্বর্ণ কেনার সময় অনেকেই শুধু মোট দাম দেখে থাকেন, কিন্তু খেয়াল করেন না সোনার দাম এবং মজুরি কত। গহনার নকশা যত জটিল, মজুরি তত বেশি। তাই কেনার আগে প্রতি ভরি স্বর্ণের দাম, মজুরি এবং মোট খরচ পরিষ্কারভাবে জানতে হবে।

ওজন যাচাই করা অত্যন্ত জরুরি। ডিজিটাল ওজন মেশিনে গহনা ওজন করা হচ্ছে কি না খেয়াল করুন। প্রয়োজনে নিজেও ওজন পরীক্ষা করুন। গহনায় পাথর বা অতিরিক্ত অংশের ওজন সোনার সঙ্গে ধরা হচ্ছে কি না, সেটিও জেনে নেওয়া প্রয়োজন।

বিয়ের গহনা মানেই ভারি ও জাঁকজমকপূর্ণ হতে হবে এমন ধারণা বদলাচ্ছে। হালকা ও ব্যবহারযোগ্য নকশার গহনা জনপ্রিয় হয়ে উঠছে। এতে মজুরি কম হয়, গহনাও দীর্ঘদিন ব্যবহারযোগ্য থাকে।

দোকানের বদল বা বিক্রির নিয়ম জানা জরুরি। ভবিষ্যতে গহনা বদলাতে গেলে কত শতাংশ কাটা যাবে, মজুরি ফেরত পাওয়া যাবে কি না এগুলো আগে জানলে ঝামেলা এড়ানো যায়।

বাজেটের বাইরে গিয়ে স্বর্ণ কেনা আর্থিক চাপ বাড়ায়। আগে থেকে বাজেট ঠিক করা এবং প্রয়োজন অনুযায়ী গহনা কেনা বুদ্ধিমানের কাজ। গহনার সৌন্দর্য তার ব্যবহারে, দামে নয়।

স্বর্ণ কেনার পর রসিদ ও সনদ সংরক্ষণ করতে হবে। এগুলো ছাড়া ভবিষ্যতে গহনা বিক্রি, বদল বা যাচাই করা কঠিন হয়ে যায়।

সব মিলিয়ে, বিয়ের মৌসুমে স্বর্ণ কেনা যত আনন্দের, ততটাই দায়িত্বের। সামান্য সচেতনতা এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখলে বিয়ের গহনা শুধু সৌন্দর্যের উপকরণ নয়, দীর্ঘমেয়াদি নিরাপদ সম্পদ হিসেবেও কাজ করবে।

এসএইচ

Wordbridge School
Link copied!