• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যাবে বিএনপি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৪:৩২ পিএম
ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যাবে বিএনপি

ঢাকা : দীর্ঘ ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবে বিএনপির প্রতিনিধি দল।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠানে অংশ নেবেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

দিবসটি উপলক্ষে ডিএমপি’র পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান ও ইন্সপেক্টর জেনারেল পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা এই ইউনিটসহ দেশের সকল পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!