• ঢাকা
  • সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কবি নজরুল ছাত্র অধিকার পরিষদের পরিবেশ ও জলবায়ু সম্পাদক মমিনের পদত্যাগ 


কবি নজরুল কলেজ প্রতিনিধি জানুয়ারি ১১, ২০২৬, ০৭:৪৬ পিএম
কবি নজরুল ছাত্র অধিকার পরিষদের পরিবেশ ও জলবায়ু সম্পাদক মমিনের পদত্যাগ 

ছবি : প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল সরকারি কলেজ শাখার পরিবেশ ও জলবায়ু সম্পাদক মো. ইয়া মমিন হক ব্যক্তিগত ও একাডেমিক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগ পত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি জানান, সংগঠনের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সময় ও মনোযোগ আগের মতো দিতে না পারায় সংগঠনের স্বার্থ বিবেচনায় স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও স্বার্থ রক্ষার লক্ষ্যে তাকে পরিবেশ ও জলবায়ু সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য কর্তৃপক্ষের সদয় অনুমতি কামনা করছেন।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, আমাদের কাছে এখনো তার পদত্যাগের বিষয়টি স্পষ্ট নয়। তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি। পদত্যাগপত্র জমা দিলে বিষয়টি দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নাহিদ হাসান বলেন, তার বিরুদ্ধে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে লুকোচুরি ও আর্থিক লুটপাটের অভিযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে বা আনুষ্ঠানিকভাবে আমাকে তার পদত্যাগপত্র হস্তান্তর করেননি।

পিএস

Wordbridge School
Link copied!