• ঢাকা
  • শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সর্বশেষ তথ্য জানা গেল, বড় সুখবর


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৭, ২০২৬, ০৯:৩৩ এএম
পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সর্বশেষ তথ্য জানা গেল, বড় সুখবর

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন পে স্কেল, যেখানে বেতন প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার প্রেক্ষাপটে নবম পে স্কেলের সুপারিশ ফেব্রুয়ারির মধ্যেই জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নির্বাচন-পূর্ব সময়েই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

পে কমিশন সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোর চূড়ান্ত খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। কমিশনের অভ্যন্তরীণ আলোচনায় মূল কাঠামো নিয়ে প্রায় সব সিদ্ধান্ত সম্পন্ন হয়েছে।

নবম পে স্কেল প্রণয়নের শুরুতে গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব উঠলেও দীর্ঘ পর্যালোচনা শেষে বিদ্যমান ১৬টি গ্রেড বহাল রাখার সিদ্ধান্তে পৌঁছেছে কমিশন। তবে গ্রেড কাঠামো অপরিবর্তিত থাকলেও প্রতিটি গ্রেডে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ থাকছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধি সর্বোচ্চ প্রায় ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে।

বিশেষ করে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এই নতুন পে স্কেলে তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন এই শ্রেণির কর্মীরা।

এদিকে স্থগিত থাকা পূর্ণ কমিশনের সভার নতুন সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে পে কমিশনের সভাকক্ষে পূর্ণ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শুরু হওয়া এই সভায় গ্রেড সংখ্যা, বেতন কাঠামোসহ গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কমিশনের প্রতিবেদন অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর তা অর্থ মন্ত্রণালয়ে যাচাই-বাছাই করা হবে। এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদনের মাধ্যমে নতুন পে স্কেল কার্যকরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

সব মিলিয়ে নতুন পে স্কেল বাস্তবায়ন এখন সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবটি অনুমোদন পেলে কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তনের সুফল পেতে যাচ্ছেন।

এম

Wordbridge School
Link copied!