• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ ডা. লতা মারা গেছেন


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৫:৫০ পিএম
সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ ডা. লতা মারা গেছেন

ঢাকা: সাবেক স্বামীর পেট্রলের আগুনে দগ্ধ ডা. লতা আক্তার মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। তিনি জানান, লতা আক্তারের স্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত রবিবার নরসিংদীর রায়পুরায় ডা. লতা আক্তারের গায়ে পেট্রল ঢেলে আগুন দেন তার সাবেক স্বামী মো. খলিলুর রহমান। পরে নিজের শরীরেও আগুন লাগিয়ে দেন তিনি। এতে তারা দুজন দগ্ধ হন। ওই দিনই তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় খলিলুর মারা যান।

গত ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর রায়পুরায় ডা. লতা আক্তারের গায়ে পেট্রল ঢেলে আগুন দেন তার সাবেক স্বামী মো. খলিলুর রহমান। পরে নিজের শরীরেও আগুন লাগিয়ে দেন তিনি। এতে তারা দুজন দগ্ধ হন। ওই দিনই তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। পরের দিন ২৬ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় খলিলুর মারা যান।  

এমএস

Wordbridge School
Link copied!