• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিশেষ সুযোগে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৮৬ জন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৬, ২০২৩, ১০:৫৮ এএম
বিশেষ সুযোগে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৮৬ জন

ঢাকা : সময় বাড়ানোর পরও যারা চূড়ান্ত নিবন্ধন করেনি সে সব হজযাত্রীদের জন্য মঙ্গলবার (২৫ এপ্রিল) ছিল একদিনের বিশেষ সুযোগ। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং হজযাত্রীদের বিশেষ অনুরোধে একদিনের জন্য নিবন্ধন সার্ভার উন্মুক্ত করা হয়।

এই বিশেষ একদিনে হজে যেতে চূড়ান্ত নিবন্ধন করেছেন মাত্র ৭৮৬ জন। এরমধ্যে সরকারিভাবে করেছে ৩৭ জন এবং বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৪৯ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধন সিস্টেমে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে মোট নিবন্ধন করেছেন ১ লাখ ২০ হাজার ৪৭৯ জন। সে হিসেবে এখনও ফাঁকা রয়েছে ৬ হাজার ৭১৯ জন। এর মধ্যে সরকারিতে কোটা ১ লাখ ১২ হাজার ১৯৮ জনের বিপরীতে নিবন্ধন করেছেন ১ লাখ ১০ হাজার ৪০৭ জন। সে হিসেবে বেসরকারিতে ফাঁকা রয়েছে ১ হাজার ৭৯১ জন। এছাড়া সরকারিতে বাংলাদেশের জন্য কোটা রয়েছে ১৫ হাজার। আজ সন্ধ্যা পর্যন্ত নিবন্ধন করেছেন ১০ হাজার ৭২ জন। সে হিসেবে ফাঁকা রয়েছে ৪ হাজার ৯২৮ জন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজে যেতে ইচ্ছুক কিন্তু এখনো চূড়ান্ত নিবন্ধন করেননি তাদের জন্য এটিই ছিল শেষ সুযোগ। কারণ বাংলাদেশ থেকে কতজন হজ করতে যাবেন সৌদি সরকারকে আগামী ৯ মের মধ্যে জানাতে হবে। এজন্য নিবন্ধনের শেষ সুযোগটুকু দেওয়া হয়েছে।

তবে ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার একজন কর্মকর্তা জানান, সার্ভারে ৬ হাজার ৭১৯ জন দেখা গেলেও এরমধ্যে প্রায় অর্ধেকের মতো কোটা সরকারি এবং বেসরকারি হজ ব্যবস্থাপনা টিম সদস্যদের দিয়ে পূরণ হবে। সে হিসেবে নিবন্ধনের জন্য প্রকৃত কোটা বাকি আছে আর ৩ হাজারের কিছু বেশি। এই কোটা এখন সৌদিকে ফেরতে দিতে হবে।

তিনি জানান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং হজযাত্রীদের বিশেষ অনুরোধে আজকের নিবন্ধনের জন্য সার্ভার উন্মুক্ত করা হয়। এজেন্সিগুলো প্রতিশ্রুতি দিয়েছিল অনেক হাজী হজে যেতে চায়। কিন্তু ১১ এপ্রিলের পর সার্ভার ওপেন না করায় তারা চূড়ান্ত নিবন্ধন করতে পারেননি। তাই শেষ সুযোগ দিলে বাকি ৪ হাজার কোটা পূরণ হয়ে যাবে। সে হিসেবে ফাঁকা কোটা পূরণ করার জন্য মঙ্গলবার সার্ভার উন্মুক্ত করা হয়। কিন্তু শেষদিনও হতাশ করার চিত্র পাওয়া গেল। শেষদিন নিবন্ধন করেছেন মাত্র ৭৮৬ জন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি প্রথম হজ নিবন্ধন শুরু হয়। আট দফা সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় গত ১১ এপ্রিল উন্মুক্ত নিবন্ধন বন্ধ করা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!