• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

টি-২০ বিশ্বকাপ জিততে ২ বছর পর জাতীয় দলে গেইল


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৫:৪৬ পিএম
টি-২০ বিশ্বকাপ জিততে ২ বছর পর জাতীয় দলে গেইল

ফাইল ছবি

ঢাকা : দীর্ঘ প্রায় দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে ফিরতে চলেছেন ক্রিস গেইল। শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন তিনি। 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) এ সিরিজের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউসিবি)।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে গেইল জানিয়েছিলেন, চলতি বছরের টি-২০ বিশ্বকাপে খেলা তার মূল লক্ষ্য। এ কারণে তাকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে ডব্লিউসিবি। এই সিরিজে দলের নেতৃত্ব দেবেন কাইরন পোলার্ড। দীর্ঘদিন পরে দলে ফিরেছেন ফাস্ট বোলার ফিদেল এডওয়ার্স। দলের সহ-অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে নিকোলাস পুরানকে। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন কেভিন সিনক্লেয়ার ও বাঁহাতি স্পিনার আকিল হোসেন।

দল ঘোষণার পর ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার বলেন, টি-২০ বিশ্বকাপকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। তাই ভবিষ্যতের দিকে তাকিয়ে সেরা দল বেছে নেয়ার লক্ষ্যেই এই দল গড়া হয়েছে। 

তিনি আরো বলেন, সাম্প্রতিক বিভিন্ন প্রতিযোগিতায় ভাল খেলেছেন গেইল। নির্বাচক কমিটির ধারণা, দেশের হয়ে এখনো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন তিনি। তার পাশাপাশি ফিদেল এডওয়ার্সও সাম্প্রতিককালে টি-২০তে ভাল খেলছে। দুজনই আমাদের দলের গভীরতা বাড়াবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!