• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শরিফুলের প্রথম উইকেট, সাইফউদ্দিনের কনকাশন তাসকিন  


ক্রীড়া ডেস্ক মে ২৫, ২০২১, ০৭:৪৫ পিএম
শরিফুলের প্রথম উইকেট, সাইফউদ্দিনের কনকাশন তাসকিন  

ঢাকা : ব্যাটিং শেষে বোলিংয়ে বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদকে নামতে দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ, শরিফুল ইসলামকে ব্যাটিংয়ে নামানো হয়েছিলো এবং দলেও নেয়া হয়েছিলো তাসকিনের বদলে। তবে এমন জটিলতার সমাধান জানিয়েছে কনকাশন বদলির নিয়ম। 

অষ্টম উইকেট জুটিতে রান আউট হন সাইফউদ্দিন। দুশমন্থ চামিরার সেই বল শর্ট লেন্থের ছিলো, লাফিয়ে উঠে হেলমেটে আঘাত করে। ফলে রানও পুরো করতে পারেননি এই বোলিং অলরাউন্ডার। কিন্তু আউট হওয়ার পরেও ক্রিজে তাকে বসে থাকতে দেখে এগিয়ে আসেন ফিজিও। অবস্থা বুঝে তাকে তখনই হাসপাতালে পাঠানো হয়। কনকাশন বদলি হিসেবে পরিসংখ্যান অনুসারে তাই প্রথম ওয়ানডেতে মলিন পারফর্ম করে বাদ পড়া তাসকিন আহমেদ ভাগ্যের ফেরে দ্বিতীয় ওয়ানডেতেও সুযোগ পেলেন। 

অন্যদিকে অভিষিক্ত শরিফুল নিজের প্রথম উইকেটের স্বাদ পেলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরাকে মিড অনে দাঁড়িয়ে থাকা তামিম ইকবালের হাতে ক্যাচ দিতে বাধ্য করে। সাথে দলকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু। অবশ্য তাসকিনও উইকেট পেতে পারতেন। দানুশকা গুণাথিলাকার গ্লাভসে লাগা একটি বল উইকেটরক্ষক মুশফিকুর রহিম তালুবন্দী করলে আউটের আবেদন ওঠে, তবে জোরালো আবেদন না হওয়ায় সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিলে নিশ্চিতভাবে ফিরতে হতো গুণাথিলাকাকে, সেটি পরে রিপ্লেতে দেখা গেলো। 

তবে জীবন ফিরে পাওয়া গুণাথিলাকাকে বিপজ্জনক হতে দেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাকে ব্যক্তিগত ২৪ রানে আউট করেই জলপানের বিরতিতে গেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেটের বিনিময়ে ১৫ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ১৫৫ রান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!