• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

জিম্বাবুয়ে সিরিজে পূর্ণ শক্তি থাকবে বাংলাদেশের?


ক্রীড়া ডেস্ক জুন ৮, ২০২১, ০৩:৫২ পিএম
জিম্বাবুয়ে সিরিজে পূর্ণ শক্তি থাকবে বাংলাদেশের?

ঢাকা : নিউজিল্যান্ড সফর, শ্রীলঙ্কা সফর এবং চলমান ঢাকা প্রিমিয়ার লিগ, সব কটি টুর্নামেন্টেই বাংলাদেশের তারকা খেলোয়াড়দের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। তাই টুর্নামেন্টের সময়ে অনুশীলন নিয়ে ব্যস্ত থাকলেও দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকা খেলোয়াড়দের কেউ কেউ ছুটিও চেয়ে বসতে পারেন জিম্বাবুয়ে সফর থেকে, এমন গুঞ্জনই শোনা গেছে।

নির্বাচক আব্দুর রাজ্জাক অবশ্য জানালেন, এমন দাবি এখনো তাদের কাছে এসে পৌঁছেনি। হাবিবুল বাশারও সেরা দল নিয়ে জিম্বাবুয়ে সফরে যাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে এমন আবেদন এলেও আশ্চর্য হবেন না তারা। কারণ, ক্লান্তিকর সূচিতে পারফরম্যান্স আশা করা কঠিন। তাই নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো বড় দলগুলো রোটেশন পদ্ধতিতে যেভাবে তরুণ এবং অভিজ্ঞদের সু্যোগ দিচ্ছে, সেভাবে খেলানোর কথা ভাবছে বাংলাদেশও।

ইতিমধ্যে মুশফিকুর রহিম জানিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি খেলবেন না তিনি। অন্যদিকে সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালদের মতো খেলোয়াড়রাও সফরে কোনো এক ফরম্যাট থেকে বিরতি চেয়ে বসতে পারেন। তবে এমন গুঞ্জন দিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে কঠিন।

সব মিলিয়ে জিম্বাবুয়ে সফর থেকে কোন তারকারা বিরতি পাবেন, সেটি এখনো নিশ্চিত নয়।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!