• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নেমেছে দুই দল


ক্রীড়া প্রতিবেদক মার্চ ৬, ২০২৩, ১২:৩৪ পিএম
শেষ ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নেমেছে দুই দল

ঢাকা : সিরিজের শেষ ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে দুই দলই। বাংলাদেশ দলে এসেছে এক পরিবর্তন, অন্যদিকে ইংল্যান্ড এনেছে তিন পরবির্তন। ইংলিশদের কাছে ম্যাচটা নিয়মরক্ষার হলেও টাইগারদের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য।

বাংলাদেশের হয়ে আগের দুই ম্যাচে চার উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। তবে শেষ ম্যাচে তাকে একাদশে রাখেনি টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় খেলতে নেমেছেন ডানহাতি পেসার এবাদত হোসেন।

টাইগারদের একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে ইংল্যান্ড দলে এসেছে তিন পরিবর্তন। মার্ক উডস, উইল জ্যাকস ও সাকিব মাহমুদকে বিশ্রাম দেওয়া হয়েছে শেষ ম্যাচে। তার জায়গায় খেলতে নেমেছেন জোফরা আর্চার, ক্রিস ওকস ও রেহান আহমেদ।

ইংল্যান্ড একাদশ : জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কুরান, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!