• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
নেশন্স কাপ

শিরোপার লড়াইয়ে নামছে স্পেন-ক্রোয়েশিয়া


ক্রীড়া ডেস্ক জুন ১৮, ২০২৩, ০১:৪৯ পিএম
শিরোপার লড়াইয়ে নামছে স্পেন-ক্রোয়েশিয়া

ঢাকা: নেশন্স লিগের ফাইনালে আজ মুখোমুখি হবে স্পেন ও ক্রোয়েশিয়া। নেদারল্যান্ডসের রটারডামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে। 

এখন পর্যন্ত দুই দল ৯ বার একে অন্যের বিপক্ষে মাঠে নেমেছে, যেখানে ক্রোয়েশিয়া জয় পায় তিনটিতে। আর স্পেনের জয় পাঁচটিতে। বাকি ম্যাচটি ড্র হয়। সর্বশেষ ২০২১ সালের জুনে ইউরোতে মুখোমুখি হয়েছিল তারা। সে ম্যাচে ক্রোয়াটদের ৫-৩ গোলে হারায় স্পেন। 

আন্তর্জাতিক ফুটবলে সাফল্য অনেক; কিন্তু এখনও কোনো শিরোপা জেতা হয়নি ক্রোয়েশিয়ার। ২০১৮ বিশ্বকাপের ফাইনালও খেলেছিলো তারা। সেবার ফ্রান্সের কাছে হেরে খালি হাতে ফিরতে হয়েছিলো। আবার ২০২২ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিলো ক্রোয়াটরা।

এবার ক্রোয়েশিয়ার স্বপ্ন পূরণে এখন সবচেয়ে বড় বাধাটির নাম স্পেন। কো লুইসি ডি লা ফুয়েন্তে প্রথম অ্যাসাইনমেন্টেই দলকে তুলে এনেছেন ফাইনালে। তার ক্ষুরধার মস্তিষ্ক ক্রোয়েশিয়াকে বঞ্চিত করতে পারে আরও একবার।

কিন্তু তা যে খুব কঠিন হতে যাচ্ছে, সেটা মানছেন ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ, ‘ফাইনাল ম্যাচ সব সময়ই কঠিন। স্পেন শক্তিশালী দল।’

সেমিফাইনালে স্বাগতিক নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে এসেছে ক্রোয়েশিয়া। অন্য সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। বাংলাদেশ সময় আজ রাত পৌনে ১টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। সরাসরি দেখাবে, টেন টু।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!