• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

আহত তামিম-লিটন-নাইমকে নিয়ে যা জানাল বিসিবি 


ক্রীড়া ডেস্ক জুন ২৪, ২০২৩, ০৪:২৭ পিএম
আহত তামিম-লিটন-নাইমকে নিয়ে যা জানাল বিসিবি 

ঢাকা: আফগানিস্তান সিরিজকে সামনে রেখে অনুশীলন চলছে টাইগারদের। তবে দুঃসংবাদ হল একইদিনে ব্যথা পেয়েছেন তিন ওপেনার-তামিম ইকবাল, লিটন দাস ও নাইম শেখ।

ফিল্ডিং, ক্যাচিং ও থ্রোয়িং অনুশীলনে আবার পিঠে টান পড়েছে তামিমের। লিটন নেটে ব্যাট করতে গিয়ে ছুড়ে দেওয়া বলে আঘাত পেয়েছেন হাতের কব্জিতে। আর নাইম শেখ হাই ক্যাচ ধরতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন।

যদিও বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিনজনের কারো ইনজুরিই গুরুতর নয়। তাদের আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলা নিয়ে বড় ধরনের কোনো সংশয় তৈরি হয়নি।

তামিম কোমড়ের পেছনের অংশ ও পিঠে ব্যথার কারণে আফগানিস্তানের বিপক্ষ টেস্ট খেলতে পারেননি। তারপর কদিন বিরতি দিয়ে আবার ব্যাটিং অনুশীলন শুরু করেছিলেন। নেটে ব্যাটও করেছেন। কিন্তু আজ শেরে বাংলায় হাই ক্যাচ প্র্যাকটিসের পর থ্রোয়িং করতে গিয়ে আবার পিঠে টান পড়ে তার। এক পর্যায়ে ব্যথা অসহনীয় হয়ে উঠলে মাঠ থেকে ড্রেসিংরুমে ফিরে যান ওয়ানডে ক্যাপ্টেন।

তামিমের পাশাপাশি আরেক বাঁহাতি ওপেনার নাইম শেখও হাই ক্যাচ ধরতে গিয়ে হাতে আঘাত পান। আঘাত কতটা গুরুতর, ফ্র্যাকচার হয়েছে কিনা, তা অবশ্য জানা যায়নি।

অন্যদিকে লিটন নেটে ব্যাটিংয়ের সময় হাতের কব্জিতে বলের আঘাতে ব্যথা পেয়েছেন। সহযোগী স্টাফ বুলবুলের ছুড়ে দেওয়া বল মোকাবিলা করতে গিয়ে হাতের কব্জিতে আঘাত পান লিটন। তাদের সম্পর্কে টিম ম্যানেজমেন্ট কোনো আনুষ্ঠানিক ব্রিফ করেনি। তবে জানা গেছে, কারো ইনজুরিই খুব গুরুতর না।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!