• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

এবার ঢাকায় লিটন


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২, ২০২৩, ১১:০৭ এএম
এবার ঢাকায় লিটন

ঢাকা : পাকিস্তানের সঙ্গে আগেরদিন ম্যাচ হেরে পরদিনই ঢাকায় চলে এলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।

বুধবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কলকাতা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করেন।

লিটনের ফ্লাইটে থাকা এক সহযাত্রীর মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে। পরে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। একই ফ্লাইটে আজ দেশে ফিরেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসও।

সেই কর্মকর্তা জানিয়েছেন, সন্তান সম্ভবা স্ত্রীর সঙ্গে দেখা করতে বুধবার ঢাকায় ফিরেছেন টাইগার ওপেনার লিটন দাস। আগামী ৬ নভেম্বর বাংলাদেশ খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। ৩ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন লিটন। আগামী ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ম্যাচের প্রস্তুতির জন্য ৩ নভেম্বর দিল্লিতে ফিরবেন এই ওপেনার।

এর আগে, ব্যক্তিগত প্রয়োজন দেখিয়ে ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দু’দিন তিনি কাজ করেছেন তার শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে। রান খরায় ভুগছিলেন বলে গুরুর কাছ থেকে টোটকা নিতে এসেছিলেন দেশে। যদিও ফিরে গিয়ে কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের সঙ্গে ৫ রানের বেশি করতে পারেননি।

এমটিআই

Wordbridge School
Link copied!